ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাখাইনে পুলিশবাহী ট্রাকে আরাকান আর্মির হামলা ॥ নিহত ২

প্রকাশিত: ০৩:১৮, ২৬ অক্টোবর ২০১৯

রাখাইনে পুলিশবাহী ট্রাকে আরাকান আর্মির হামলা ॥ নিহত ২

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইনে পুলিশের একটি ট্রাকে হামলা চালিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার রাখাইনের বুথিডাউং শহরে রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইরাবতী। ট্রাকটিতে পুলিশ বাহিনীর সদস্যরা ছিলেন এবং তারা বন্দিবাহী অপর একটি গাড়ি পাহারা দিয়ে মংডু থেকে বুথিডাউং ফিরছেন। পথে গাড়িটি হামলার শিকার হয়। শুক্রবার তথ্য মন্ত্রণালয় জানায়, ট্রাকটিতে পুলিশের ১৪ জন সদস্য এবং আদালতে হাজিরা দিয়ে ফেরা ১০ আসামি ছিল। আরাকান আর্মি রিমোট নিয়ন্ত্রিত বিস্ফোরক ও হালকা অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য ও দুই আসামি আহত হয়েছে। পরে আহতদের মধ্যে দুই পুলিশ সদস্য নিহত হয়। বাকিদের এখনও বুথিডাউং সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাখাইনের পুলিশ প্রধান কর্নেল কিউই লিন হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন তবে বিস্তারিত জানাতে পারেননি। ইরাবতীর পক্ষ থেকে বর্ডার গার্ড পুলিশ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুইন্ট টয়ের মন্তব্য জানা সম্ভব হয়নি। আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ৬০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
×