ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তালেবানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করুন ॥ আমেরিকাকে ৩ দেশের আহ্বান

প্রকাশিত: ২৩:২০, ২৬ অক্টোবর ২০১৯

তালেবানের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করুন ॥  আমেরিকাকে ৩ দেশের আহ্বান

অনলাইন ডেস্ক ॥ আফগান তালেবানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান, চীন এবং রাশিয়া। গতকাল রাতে রাশিয়ার রাজধানী মস্কোর পাকিস্তান, চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বৈঠক করার পর যৌথভাবে এই আহ্বান জানান। তারা বলেন আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধের শান্তিপূর্ণ অবসানের জন্য তালেবানের সঙ্গে শিগগিরই আলোচনায় বসা জরুরি। গতকালের বৈঠকে আমেরিকার প্রতিনিধিও অংশ নেন। বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জালমায় খালিলজাদসহ অন্য তিনদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। খালিলজাদ দীর্ঘদিন ধরে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছিলেন। কাতারের রাজধানী দোহায় বহুবার তালেবান প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন। খালিলজাদ তালেবানের সঙ্গে প্রায় শান্তি চুক্তি সম্পন্ন করে ফেলেছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আলোচনা স্থগিত করে দেয়ায় সে চুক্তি আর সম্ভব হয় নি।#
×