ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংরেজী শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের বিনামূল্যে অনলাইন কোর্স

প্রকাশিত: ১১:২৮, ২২ অক্টোবর ২০১৯

ইংরেজী শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের বিনামূল্যে অনলাইন কোর্স

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তিন থেকে দশ বছর বয়সী নবীনদের ইংরেজী শেখানোয় নিয়োজিত শিক্ষকদের জন্য বিনামূল্যে ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সের (এমওওসি) আয়োজন করেছে। আমেরিকান ইংলিশ (এই) ই-শিক্ষক কর্মসূচীর অংশ হিসেবে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয় এ কোর্স পরিচালনা করবে। ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ অনলাইন কোর্সের জন্য ২৫ নবেম্বর পর্যন্ত নাম তালিকাভুক্ত করা হবে। তালিকাভুক্তির পর অংশগ্রহণকারীরা যেকোন সময় (দিন বা রাত) কোর্সটিতে অংশ নিতে লগইন করতে পারবেন। কোর্সের পাঁচটি মডিউল অবশ্যই ২ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ৭০ শতাংশ বা তার বেশি স্কোরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্নকারীদের একটি ডিজিটাল ব্যাজ এবং সনদপত্র দেয়া হবে। কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য তাদের ওয়েবসাইটে দেখার পরামর্শ দেয়া হয়েছে।
×