ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাকে ছাড় দেয়া হবে না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০:৪১, ২১ অক্টোবর ২০১৯

  কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটালে তাকে ছাড় দেয়া হবে না ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদদাতা, সাভার, ২০ অক্টোবর ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। রবিবার দুপুরে আশুলিয়া থানাধীন পুকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস পোশাক কারখানা উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী দুর্নীতিপরায়ণ ও অবৈধভাবে কাজে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নির্দেশনা দিয়েছেন, আর তারই ধারাবাহিকতায় অভিযান চলবে। দেশে কোন সন্ত্রাস-দুর্নীতিবাজ থাকবে না, সবাইকে আইনের মুখোমুখি হতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না। যারা দেশে অবৈধভাবে টাকাপয়সার মালিক হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হচ্ছে। দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাকে ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে অরুনিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ফারুকুল ইসলাম, মহাব্যবস্থাপক সৈয়দ হামিদুল করিম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
×