ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের মাধবপুর ও বানিয়াচঙ্গে পুলিশের পৃথক অভিযানে দুই দুর্ধষ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩১, ২০ অক্টোবর ২০১৯

হবিগঞ্জের মাধবপুর ও বানিয়াচঙ্গে  পুলিশের পৃথক অভিযানে দুই দুর্ধষ ডাকাত গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জের উপজেলা লাখাইয়ের হাওর বেষ্টিত পল্লী স্বজন গ্রামের দুর্ধষ ডাকাত সর্দার জালাল মিয়া (৩৫) কে অবশেষে গ্রেফতার করলো পুলিশ। রবিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নের্তৃত্বে সংশ্লিস্ট থানার ওসি সাইদুল ইসলাম ও ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব সহ একদল পুলিশ জেলার মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকা থেকে সুচতুর এই আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জালালকে গ্রেফতার করতে সচেষ্ট হয়। সংশ্লিস্ট থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম জানান, এই জালালের বিরুদ্ধে লাখাই থানায় ১১ টি এবং হবিগঞ্জ সদর থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ২ টি সংর্ঘষের মামলাও রয়েছে। এমনকি সে আরও নানা অপকর্মের হোতা। এদিকে একই দিন জেলার বানিয়াচঙ্গ থানা পুলিশ দুলন (৩০) নামে অপর এক দুর্ধষ ডাকাতকে আটক করেছে। সংশ্লিস্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সেলিম মিয়া জনকন্ঠকে এই ডাকাত গ্রেফতারের কথা স্বীকার করেন। সেই সাথে সংশ্লিস্ট থানা পুলিশ বলছে, সম্প্রতি সংশ্লিস্ট উপজেলার উজিরপুর চৌধুরী বাড়ীতে সংঘটিত ডাকাতির ঘটনায় ডাকাত দুলন জড়িত। এদিকে সম্প্রতি হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে ডাকাতি রোধ,ডাকাত নিহত সহ মালামাল উদ্ধারের ঘটনায় স্ব স্ব এলাকার সাধারন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
×