ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক মিটারের বাড়ি

প্রকাশিত: ১১:১৬, ২০ অক্টোবর ২০১৯

এক মিটারের বাড়ি

লেবাননে রয়েছে প্রস্থ্যে এক মিটারের একটি বাড়ি। শুধু সেদেশে নয় তা বিশ্বের সবচেয়ে সরু বাড়ি। বাড়িটা এতটাই সরু যে, দেয়াল বলে ভুল করাটা একেবারেই আশ্চর্যজনক নয়। লেবাননের রাজধানী বৈরুতের পুরনো লাইট হাউসের কাছে অবস্থিত বাড়িটি। উচ্চতা ১৪ মিটার ও প্রস্থ মাত্র ১ মিটার। দুই ভাইয়ের শত্রুতার জেরেই বাড়িটি তৈরি হয়েছিল। তৈরি হয়েছিল ১৯৫৪ সালে। পৈতৃক সম্পত্তি হস্তান্তরিত হয়েছিল ওই দুই ভাইয়ের কাছে। তখন শুধু ফাঁকা জমি ছিল। জমিটার অনেক অংশ স্থানীয় প্রশাসন বিভিন্ন কাজে দখল করে নিয়েছিল। ফলে জমির আকার বদলে গিয়েছিল। জমিটি দুই ভাই কিভাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলে। এক ভাই পেছনে বাড়ি তৈরি করে ফেলেন। শুরু করেন হোটেল ব্যবসা। জমির অবস্থান খুব সুন্দর। সামনে রাস্তা আর তার ওপারেই সমুদ্র। এ রকম একটা লোকেশনে হোটেল ব্যবসা খুব ভালভাবে চলতে শুরু করে। সেটাই সহ্য হয়নি অন্য ভাইয়ের। ভাইয়ের ব্যবসা খারাপ করার জন্য ও তার হোটেলের সি-ভিউ আটকানোর জন্য অভিনব পরিকল্পনা করেন তিনি। ওই হোটেলের সামনে যেটুকু জমি ছিল, তাতেই অদ্ভুত আকারের বাড়িটি বানিয়ে ফেলেন। দেয়াল আকৃতির বাড়ির প্রতিটি তলায় দুটো করে ঘর রয়েছে। -ইন্ডিয়া টুডে
×