ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুদানে দুই বাসের সংঘর্ষে নিহত ২১

প্রকাশিত: ২৩:৩৯, ১৭ অক্টোবর ২০১৯

সুদানে দুই বাসের সংঘর্ষে নিহত ২১

অনলাইন ডেস্ক ॥ সুদানে দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। সুদানের কেন্দ্রীয় প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনার এক প্রতিবেদনে বলা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার উত্তর করদোফান প্রদেশের রাজধানী ওবেইদ শহরের দক্ষিণাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও ২৯ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। একটি বাস দক্ষিণ করদোফান প্রদেশের রাজধানী কাদুকলি এলাকার দিকে যাচ্ছিল। পরে ওবেইদ শহরে অপর একটি বাসের সঙ্গে এর সংঘর্ষ ঘটে। এতে ২১ জন নিহত এবং আরও ২৯ জন আহত হয়েছে। সুদানে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। ট্রাফিক আইন মেনে না চলা এবং সড়কের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে অনুসরণ না করার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিেয়েছে, ২০১৮ সালে সুদানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি মানুষ। গত মাসে দুই বাসের মধ্যে একই ধরনের একটি দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়।
×