ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসুর এ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’

প্রকাশিত: ১২:৩৪, ১৭ অক্টোবর ২০১৯

আসাদুজ্জামান নূর ও ডালিয়া বসুর এ্যালবাম ‘যদি এই বাংলায় আসো’

সংস্কৃতি ডেস্ক ॥ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেই আসাদুজ্জামান নূরের খ্যাতি। অভিনেতা কিংবা আবৃত্তিকার, দুই পরিচয়েই তিনি উজ্জ্বল। তবে বর্তমানে তিনি রাজনীতিতেই ব্যস্ত। পালন করেছেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশিও সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার চেষ্টা করেন আসাদুজ্জামান নূর। এরই অংশ হিসেবে একটি কবিতার এ্যালবামে কণ্ঠ দিলেন। এর নাম ‘যদি এই বাংলায় আসো’। এ্যালবামটিতে তার সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। কবিতার এই এ্যালবাম সাজানো হয়েছে কবি রাম চন্দ্র দাসের কবিতা দিয়ে। এতে মোট ১০টি কবিতা রয়েছে। এগুলোর শিরোনাম হচ্ছে ‘আমি এই যুগের মেয়ে যদি’, ‘যদি এই বাংলায় আসো’, ‘অপর বেলায়’, ‘দাবায়ে রাখতে পারবে না’, ‘ইয়ে’, ‘শ্যামল সন্ধ্যার কাব্য’, ‘রবি-নজরুলের বঙ্গদর্শন’, ‘শুধু শান্তি চাই’, ‘গ্রেডার্থী’ ও ‘টাক’। ‘যদি এই বাংলায় আসো’ কবিতার এ্যালবামটি উৎসর্গ করা হয়েছে নুসরাত জাহান রাফিকে। ফেনীর এই তরুণীকে গায়ে আগুন দিয়ে হত্যা করা হয় তারই মাদ্রাসার ছাদে। যে ঘটনায় গোটা দেশে আলোড়ন তৈরি হয়। আগামীকাল ১৮ অক্টোবর সন্ধ্যায় ছায়ানটে আনুষ্ঠানিকভাবে ‘যদি এই বাংলায় আসো’ এ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে এটি প্রকাশ হবে। প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আসাদুজ্জামান নূর, কবি ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার, জি সিরিজ অগ্নিবীণার কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। এছাড়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন শুদ্ধমঞ্চের সাধারণ সম্পাদক মসিউদ্দিন খান সমীর।
×