ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে রেলের ভূমি উদ্ধারে অভিযান

প্রকাশিত: ১২:০২, ১৭ অক্টোবর ২০১৯

চট্টগ্রামে রেলের ভূমি উদ্ধারে অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কদমতলীতে রেলের জায়গা থেকে প্রায় দুই হাজার অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। বুধবার টানা ৫ ঘণ্টার অভিযানের পর রেলের প্রায় আড়াই একর জায়গা নিজেদের দখলে নিয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বয়লার কলোনিতে ও জামতলা বস্তিতে দুই শ’ সেমিপাকা ও ৪৬৭টি কাঁচাঘর বুলডোজার দিয়ে দুমড়ে-মুচড়ে দিয়েছে অভিযানিক দল। প্রত্যক্ষভাবে দেখা গেছে, কদমতলী এলাকায় আগে থেকে অবৈধ দখলদারদের নোটিস করা ও মাইকিং করা হলেও অনেকেই ঘর ছেড়ে যায়নি। চট্টগ্রাম রেল স্টেশনের আউটার সিগন্যালে থাকা বয়লার কলোনিতে বুধবার সকালে অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১২টার পর অভিযান শুরু হয় ১৪নং জামতলা বস্তিতে। গাজীপুরে দুই ইয়াবা ডিলার গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে র‌্যাব অভিযান চালিয়ে ২ ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে র‌্যাব-১’র স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরের আসাদুজ্জামান ওরফে বাদল ও দিনাজপুর জেলার বিরামপুর থানার বিরামপুর ইসলাম পাড়া গ্রামের মোঃ রুস্তম আলীর মেয়ে মোসাঃ রুমি আক্তার রানী। র‌্যাব-১ এর ওই কর্মকর্তা জানান,গাজীপুর মহানগরের রাজবাড়ি এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় হইতেছে এমন সংবাদ পায় র‌্যাব-১’র সদস্যরা । সংবাদ পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের র‌্যাব-১’র সদস্যরা ওই রোডে প্রধান ডাকঘরের সামনের পাকা রাস্তায় অভিযান চালায়।
×