ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঘোড়ায় চড়লেন উন

প্রকাশিত: ১০:০৬, ১৭ অক্টোবর ২০১৯

ঘোড়ায় চড়লেন উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি সাদা ঘোড়ায় চড়ে তুষারাবৃত পর্বতের উঁচুস্থান পরিদর্শনে গিয়েছেন, এরকম একটি ছবি দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যম কেসিএনএ বুধবার প্রকাশ করেছে। ঘোড়ার চড়ে উন মাউন্ট প্যাকটু দেখতে যান। পর্বতটি কিম উনের পরিবারের কাছে একটি পবিত্র স্থান হিসেবে গণ্য। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কোরিয়ার বিপ্লবের ইতিহাস। ছবিতে উনের সঙ্গে আর কাউকে দেখা যায়নি। -বিবিসি নয়া স্পেস স্যুট নতুন প্রজন্মের স্পেস স্যুট এনেছে নাসা। ১৯৬৯ সালে এ্যাপোলো ১১ এর চন্দ্রাভিযানে নভোচারীরা যে পোশাক পরেন তা নড়াচড়া করার জন্য উপযুক্ত ছিল না। ২০২৪ সালে নাসা যে চন্দ্রাভিযানের পরিকল্পনা সেজন্য নতুন করে ডিজাইন করা হয়েছে স্পেস স্যুটের। মঙ্গলবার ওয়াশিংটনে নাসার সদর দফতরে নতুন প্রজন্মের স্পেস স্যুটগুলো উন্মোচন করা হয়। এগুলো কেবল মহাকাশে নয় বরং পৃথিবীতেও অনুসন্ধানমূলক অভিযানে ব্যবহার করা যাবে। - সিএনএন
×