ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পশ্চিমতীরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেললেন ফিলিস্তিনীরা

প্রকাশিত: ১০:০৫, ১৭ অক্টোবর ২০১৯

পশ্চিমতীরে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেললেন ফিলিস্তিনীরা

পশ্চিমতীরের রামাল্লায় মঙ্গলবার অনুষ্ঠিত সৌদি আরব ও ফিলিস্তিনের মধ্যকার বিশ্বকাপের একটি কোয়ালিফাই ম্যাচ ফিলিস্তিনীদের চমকিত করেছে। এটা যে একটি বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ সে কারণে নয় বরং এটা ছিল একটা হোম গেম, প্রকৃতপক্ষে দেশের মাটিতে খেলা। ওয়াশিংটন পোস্ট। ১৯৯৮ সালে ফুটবলের বৈশ্বিক পরিচালনা পর্ষদ ফিফা ফিলিস্তিনের জাতীয় দলকে স্বীকৃতি দেয়ার পর থেকে অধিকাংশ আরব দেশ পশ্চিম তীরে প্রবেশ করতে ইসরাইলের কাছে অনুমতি চাওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। ফলে ফিলিস্তিন তাদের অধিকাংশ ঘরোয়া আন্তর্জাতিক ম্যাচগুলো জর্দান, মিসর বা অন্যকোন তৃতীয় দেশে আয়োজন করেছে। বিরল প্রজাতির কিং কোবরা বিরল প্রজাতির ১৩ ফুট লম্বা কিং কোবরা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় এটি ধরতে সক্ষম হন। সিএনবিসি। কিং কোবরা সাপটি একটি আবাসিক এলাকার ভেতরে নর্দমায় লুকিয়ে ছিল। ওই এলাকার এক নিরাপত্তারক্ষী প্রথমে এটি দেখতে পেয়ে এলাকাবাসীকে সতর্ক করে দেন। পরে খবর পেয়ে উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা চেষ্টার পর এটিকে জীবিত ধরতে পারেন। ১৫ কেজি ওজনের বিরল প্রজাতির এই কিং কোবরাটি লম্বায় প্রায় ১৩ ফুট বলে জানান এক উদ্ধারকর্মী।
×