ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতের উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ১০

প্রকাশিত: ২৩:৩৮, ১৪ অক্টোবর ২০১৯

ভারতের উত্তর প্রদেশে ভবন ধসে নিহত ১০

অনলাইন ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশে একটি ভবন ধসে পড়ার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলীয় মাউ জেলায় একটি ভবনে সিলিন্ডার বিস্ফোরণের কারণে এটি ধসে পড়েছে। সোমবার সকালের ওই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। খবর এনডিটিভির। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আরও বেশ কয়েকজন ধসে পড়া ভবনটির নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এক বিবৃতিতে বলা হয়েছে, মাউ জেলার মোহাম্মদাবাদ এলাকার একটি দ্বিতল ভবনের ভেতরে সিলিন্ডার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বহুতল ভবটি ধসে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ভয়াবহ বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপরেই ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পর পরই উদ্ধার অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে বেশ কিছু অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে অংশ নিয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
×