ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অগ্রাধিকার দিয়ে আবরার হত্যা মামলা শেষ করা হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১০:৩৯, ১৪ অক্টোবর ২০১৯

অগ্রাধিকার দিয়ে আবরার হত্যা মামলা শেষ  করা হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অনেক ক্ষেত্রে (যেমন গুলি করে) এক সেকেন্ডেই একজনকে খুন করা যায়, কিন্তু তাকে আইনী প্রক্রিয়ায় সাজা দিতে সময় লাগে। অত্যন্ত অল্প সময়ে সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করেই রাজন হত্যা মামলায় সাজা দেয়া হয়েছে। সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলার রায় হয়েছে। ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায় হবে। কিছুদিনের মধ্যেই হাজী রমিজ উদ্দিন স্কুলের দুই শিক্ষার্থীকে বাস চাপায় হত্যা মামলার রায় হবে। তিনি বলেন, এ ধরনের অপরাধকে সরকার অগ্রাধিকার দিয়ে বিচার করছে। ঠিক একইভাবে আবরার হত্যা মামলাকে যতটুকু অগ্রাধিকার দিয়ে শেষ করা উচিত ততটুকু অগ্রাধিকার দেবে সরকার। তার কারণ, জননেত্রী শেখ হাসিনার সরকার চায় না সমাজে এ রকম অপরাধ হোক। রবিবার শিশু একাডেমি মিলনায়তনে জাতিসংঘ শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি ও শিশু অধিকার সপ্তাহ-১৯ উপলক্ষে এক শিশু সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আবরার হত্যাকা- অত্যন্ত মর্মান্তিক। আমাদের সমাজে এটা হওয়া উচিত নয় এবং এটা যাতে আর না হয় সে রকম বিচারিক ব্যবস্থা সরকার নেবে। আবরার ফাহাদের ছোট ভাই আইনশৃঙ্খলা বাহিনীর কোন সহযোগিতা চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাকে নিশ্চয়ই সহযোগিতা দিতে প্রস্তুত। সে যদি মনে করে যে, আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দরকার, নিশ্চয়ই সরকার সেটা ভেবে দেখবে। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বহুদিন আগে বুয়েটে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল। তার বিচার কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেটার দাবিও আপনারা তোলেন। সরকার সে বিচারও করবে। এর আগে অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ কথা সর্বজনস্বীকৃত যে শিশুরাই উন্নয়নের চাবিকাঠি, শিশুরাই জাতি গঠনের মূল ভিত্তি। শিশুদের জীবনে ভাল একটি শুরু তাদের পরিণত বয়সে সমৃদ্ধি বয়ে আনে, যার প্রভাব পড়ে পুরো জাতির ওপর। অর্থাৎ শিশুদেরকে সমতা এবং বৈষম্যহীন পরিবেশে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর নির্ভর করছে আমাদের সমৃদ্ধ ভবিষ্যত।
×