ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

প্রকাশিত: ০৯:১৫, ১২ অক্টোবর ২০১৯

দৌলতপুরে বিজিবি’র অভিযানে ফেনসিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে ১৮৯ বোতল ফেনসিডিলসহ সবিতা খাতুন (২৮) নামে এক নারী মাদক বিক্রেতা আটক হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই নারী মাদক বিক্রেতা কে আটক করা হয়। আটক নারী মাদক বিক্রেতা একই এলাকার সাজেদুল মন্ডলের মেয়ে এবং সে স্বামী পরিত্যক্তা। বিজিবি সূত্র জানায়, মাদক ব্যবসা ও মাদক মজুদের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবি’র টহল দল মহিষকুন্ডি কলেজপাড়া এলাকার মাদক বিক্রেতা সবিতা খাতুনের বাড়িতে অভিযান চালিয়। এসময় তার ঘর থেকে বস্তাভর্তি ১৮৯ বোতল ফেনসিডিল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি সহ অসামাজিক কাজে লিপ্ত রয়েছে বলে এলাকাবাসী সূত্র জানিয়েছে।
×