ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সাড়ে ছয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ০২:০৬, ১২ অক্টোবর ২০১৯

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সাড়ে ছয় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ লাইনচ্যুত বগি পুনঃস্থাপন করায় দীর্ঘ প্রায় সাড়ে ছয় ঘন্টা পর কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫ টার কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনের অদূরে মহিনন্দ ভদ্রপাড়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বেলা ১১টা ৫০ মিনিটে লাইনচ্যুত বগিটি পুনঃস্থাপন করলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সিলেটের মাইজগাও ফেন্সুগঞ্জ থেকে মালবোঝাই করে তারাকান্দি বিসি স্পেশাল ট্রেনটি জামালপুরের তারাকান্দি যাচ্ছিল। পথে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনের অদূরে মহিনন্দ ভদ্রপাড়ায় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে চলাচলকারী একটি লোকাল এবং নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে।
×