ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসহায় হাবিবকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা, সাহায্য করুন

প্রকাশিত: ১১:২৭, ১১ অক্টোবর ২০১৯

অসহায় হাবিবকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা, সাহায্য করুন

স্টাফ রিপোর্টার ॥ দুরারোগ্য লিভার সমস্যায় আক্রান্ত আহসান হাবিব রাশেদ (৩২)-এর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দৈনিক জনকণ্ঠের পার্বতীপুর প্রতিনিধি শ.আ.ম. হায়দারের তৃতীয় পুত্র। হেপাটাইটিস ‘বি’ পজিটিভ রোগে আক্রান্ত হয়ে আহসান হাবিবের লিভার নষ্ট হয়ে গেছে। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ু প্রদেশের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ মুহূর্তে রোগীর লিভার পরিবর্তন ছাড়া বিকল্প চিকিৎসা নেই বলে ওই হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্টেশন বিভাগের প্রধান ডাঃ মুহাম্মদ আঃ নাঈন জানিয়ে দিয়েছেন। এ চিকিৎসায় প্রয়োজন কমপক্ষে ৫০ লাখ টাকা। এত বিপুল অর্থ জোগাড় করে পুত্রের চিকিৎসা করবেন এমন সামর্থ্য নেই সাংবাদিক পিতা হায়দারের। পরিবারটির আর্থিক অবস্থা ভাল না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারটির সহায়সম্বল ফুরিয়ে গেছে। রাশেদ রংপুর কারমাইকেল থেকে ইতিহাসে মাস্টার্স করে একটি সরকারী চাকরি করেন। তিন বছর আগে তার বিয়ে হয়েছে। টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় আহসান হাবিবের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ দেশের সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অসহায় পিতা শ.আ.ম. হায়দার ও তার পরিবার। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন রোগীর পিতা শ.আ.ম. হায়দারের এই মোবাইল নম্বরে ০১৭১২৭০৪৯৩২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্য প্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্য প্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×