ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিছিয়েই যাচ্ছে বিপিএল

প্রকাশিত: ১০:০৬, ১১ অক্টোবর ২০১৯

পিছিয়েই যাচ্ছে বিপিএল

স্পোর্টস রিপোর্টার ॥ একবার শোনা গেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) এবারের আসর ৬ ডিসেম্বর হবে না। পিছিয়ে যাবে। আবার শোনা গেছে না সঠিক সময়েই হবে। এবার বিপিএল গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানিয়ে দিলেন, পিছিয়ে যেতে পারে বিপিএল। সঙ্গে বিপিএলের দলগুলোকে একজন লেগস্পিনার ও ১৪০ কিলোমিটার গতির বোলার খেলানোর প্রস্তাবও রাখা হবে। সোহেল বলেন, ‘আমরা আস্তে আস্তে এগোচ্ছি। একটা শেষ করলাম কেবল। যেহেতু বিপিএল আমরা যে তারিখটা বলছিলাম যে, ডিসেম্বরের ৬ তারিখে হয়তো এক সপ্তাহ পেছাতে পারি।’ তবে এখানে পিছিয়ে নাও যেতে পারে। তা নির্ভর করছে জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ কখন এবং কোথায় হবে এর ওপর। বিপিএল গবর্নিং কাউন্সিল চেয়ারম্যান বলেছেন, ‘আপনারা জানেন যে এরপর একটি আন্তর্জাতিক সিরিজ আছে (পাকিস্তানের বিরুদ্ধে), ওই সিরিজটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বিপিএলটা খেলব। সুতরাং বিপিএল খেলার জন্য আমাদের যেটুকু সময় লাগে সেটুকু সময় পুরোপুরি নিয়েই আমরা বিপিএল খেলব। আমাদের আরও দুটো স্পন্সরশিপ যারা চেয়েছেন তাদের সঙ্গে মিটিংটা শেষ করার পরেই গবর্নিং কাউন্সিল পরের মিটিংটা করবেন।’ বিপিএল নিয়ে মুখপাত্র হয়ে হাজির হন বিসিবির পরিচালক মাহবুবুল আনাম। তিনিই একজন লেগস্পিনার ও ১৪০ কিলোমিটার গতির বোলার দলগুলোকে রাখার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এবারে যে বিপিএল হতে যাচ্ছে, বঙ্গবন্ধু বিপিএল, আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিব সেখানে। টুর্নামেন্টটা করার প্রধান কারণ- বাংলাদেশের ক্রিকেটার বের করে আনা। তবে বাংলাদেশের ক্রিকেটাররা যদি পজিশন মতো ব্যাটিং করতে না পারে, বোলিং করতে না পারে তবে এই টুর্নামেন্টের সার্থকতা কমে যাবে। আমরা লেগস্পিনার খুঁজছি। কিছু কিছু নিয়ম বাধ্যতামূলক থাকবে। ফ্র্যাঞ্চাইজি যখন আসে তখন তাদের জয় পাওয়ার আশায় জাতীয় দলের ক্রিকেটারদের বেশ কিছু জায়গায়- তারা পিছিয়ে পড়ে গেছে। সেক্ষেত্রে আমরা (যেটা) করব- আমাদের জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে কিছু সাজেশন এসেছে যে আমাদের লেগস্পিনার দরকার, প্রতিটি দলে একজন লেগস্পিনার খেলাতেই হবে এবং তাকে বাধ্যতামূলকভাবে ৪ ওভার বোলিং করাতেই হবে এবং তাকে ‘বেস্ট ইলেভেনে’ থাকতে হবে, যেহেতু ৪ ওভার বোলিং করতেই হবে।’
×