ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শীর্ষ সন্ত্রাসী সেলিম হত্যার গুজব ছড়াচ্ছে রোহিঙ্গারা

প্রকাশিত: ০৮:৫০, ১১ অক্টোবর ২০১৯

শীর্ষ সন্ত্রাসী সেলিম হত্যার গুজব ছড়াচ্ছে রোহিঙ্গারা

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ আশ্রয় ক্যাম্পে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী সেলিমকে খুন করা হয়েছে বলে গুজব ছড়াচ্ছে রোহিঙ্গারা। ক্যাম্প কেন্দ্রিক প্রত্যাবাসন বিরোধী কর্মকা-, ইয়াবা, বিদেশী টাকার ভাগ, মুক্তিপণ, রোহিঙ্গা উগ্রপন্থী (জঙ্গী) সংগঠনের নিয়ন্ত্রণ করে থাকে ৩২টি ক্যাম্পে অন্তত তিন সহ¯্রাধিক সন্ত্রাসী রোহিঙ্গা। এদের মধ্যে সেলিম ওরফে কালা সেলিম, আবদুল হাকিম, কামাল ও আমান উল্লাহ তাদের নেতা। ওই কালা সেলিম হচ্ছে টেকনাফের হ্নীলা ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুক হত্যা মামলার পলাতক আসামি। পুলিশ শীর্ষ সন্ত্রাসী ওই সেমিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে। সূত্র জানায়, শীর্ষ সন্ত্রাসী সেলিম ও হাকিম ধরা পড়লে রোহিঙ্গারা নেতা ছাড়া হয়ে পড়বে বলে ক্যাম্পে ইতোপূর্বে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত মতে সেলিম গ্রুপের সেকেন্ডইন কমান্ড জাকিরের গুলিতে সেলিম মারা গেছে বলে প্রচার করা হবে। ব্যাপক প্রচার করলে মারা গেছে ধারণা করে হয়তো পুলিশ আর সেলিম ও হাকিমকে খুঁজবে না। রোহিঙ্গারা সহজে প্রত্যাবাসন না হওয়ার পেছনে এ পর্যন্ত এনজিওগুলোর পাশাপাশি সেলিম, হাকিম, শফিক ও জাবেরসহ বহু রোহিঙ্গা নেতার ইন্ধন রয়েছে। তাদের পরামর্শে রোহিঙ্গারা সহজে প্রত্যাবর্তনে মুখ খুলছে না। রোহিঙ্গাদের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী প্রতিটি ক্যাম্পে কমিটি গঠন করে সবাইকে এক কথায় উঠবস করার মতো করে নিয়ন্ত্রণ করে চলেছে। তারা জানিয়ে দিয়েছে যে রোহিঙ্গা নেতা সেলিম নিজের গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তার লাশ জাকিরের সদস্যরা গায়েব করে ফেলেছে। তবে একটি সূত্র জানিয়েছে, সেলিম মারা যাবার ঘটনা সবই গুজব। সেলিমকে না ধরার জন্য পুলিশকে ধোঁকা দিচ্ছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। মারা গেলে তার স্বজনদের আহাজারিতে ক্যাম্পের বাতাশ ভারী হয়ে উঠত। দু’গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরধরে রোহিঙ্গা ডাকাত দলের পাহাড়ী আস্তানায় কুখ্যাত ডাকাত সর্দার কালা সেলিমকে তার সেকেন্ড ইনকমান্ড ডাকাত জাকিরের বিরুদ্ধে জবাই করে খুন করেছে বলে মঙ্গলবার থেকে গুঞ্জন উঠেছে।
×