ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৮:৪২, ১১ অক্টোবর ২০১৯

মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত ॥ ট্রাম্প

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানো ইতিহাসের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটবার্তায় তিনি এ কথা বলেন। সিএনএন। ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্র অন্তত আট ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে। হাজার হাজার মার্কিন সেনা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন অনেকেই। অন্যদিকে প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। তাই মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত ছিল ইতিহাসের নিকৃষ্ট সিদ্ধান্তগুলোর একটি।’ তিনি আরও বলেন, ‘আমরা সেখানে একটি মিথ্যা ও ভুল প্রেক্ষাপটে যুদ্ধে গিয়েছি। সেখানে কোন গণবিধ্বংসী মারণাস্ত্র ছিল না। আমরা এখন ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে আমাদের সেনাদের দেশে ফিরিয়ে আনছি। বড় কোন দৃশ্যপটকে আমরা গুরুত্ব দিচ্ছি। যুক্তরাষ্ট্র আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী।’ এর আগে তিনি সোমবার সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেন, মার্কিন সেনাদের এত দিন ধরে এক লক্ষ্যহীন যুদ্ধে জড়িয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘কথা ছিল সিরিয়ায় মার্কিন সেনারা মাত্র ৩০ দিন অবস্থান করবে।’ এরপরই ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের ‘লক্ষ্যহীন ও হাস্যকর’ যুদ্ধগুলো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার সময় হয়েছে।
×