ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চতুর্থ দিনের মতো আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

প্রকাশিত: ০০:১৭, ১০ অক্টোবর ২০১৯

চতুর্থ দিনের মতো আন্দোলনে বুয়েট শিক্ষার্থীরা

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার বিচারসহ ১০ দফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে নেমেছেন বুয়েটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় ১০ দফা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বুয়েটে হবে না’, ‘জবাব চাই দিতে হবে’, ‘আমার ভাইকে মারলো কেন’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, প্রশাসনের কালো হাত ভেঙে দাও’, ‘আবরারের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন। এর আগে গতকাল বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করেন শিক্ষার্থীরা। এ সময় দুই শতাধিক শিক্ষার্থী হাতে মোম জ্বালিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। গত রোববার (৬ অক্টোবর) রাত ৩টার দিকে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ওই রাতেই হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তার মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
×