ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৈদ্যুতিক তার বেয়ে রাস্তা পার

প্রকাশিত: ১১:১৭, ১০ অক্টোবর ২০১৯

বৈদ্যুতিক তার বেয়ে রাস্তা পার

গাড়ির চাপে রাস্তা পার হওয়া যে কতটা ঝামেলা তা বিশ্ববাসী খুব ভাল করেই জানে। অনেক সময় দেখা যায়, একটার পর একটা গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই। থামার কোন লক্ষণ নেই। যেজন্য বিভিন্ন দেশের সরকার ফুটওভার ব্রিজ নির্মাণ করে থাকে। ফুটওভার ব্রিজ থাকলে হয়ত কিছুটা রক্ষা পাওয়া যায়। তবে যেখানে ফুটওভার ব্রিজ নেই সেখানে ১০ফুটের রাস্তা পার হতে ২০-৩০মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় আরও বেশি। কাজের সময় রাস্তা পার হতে গিয়ে বিরক্ত হয়ে ভিয়েতনামী এক ব্যক্তি তার বেয়ে রাস্তা পার হয়েছেন। অতিরিক্ত গাড়ির চাপে বিরক্ত হয়ে বৈদ্যুতিক তার বেয়েই সড়ক পার হন তিনি। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে রাজধানী হ্যানয়ে। অনেকক্ষণ অপেক্ষার পরও গাড়ির ভিড়ে সড়ক পার হওয়ার সুযোগ না পেয়ে ক্ষেপে যান ওই ব্যক্তি। উঠে পড়েন পাশে থাকা বৈদ্যুতিক পোল বেয়ে। এর পর, একগুচ্ছ তার ধরে বেয়ে বেয়ে সড়ক পার হতে থাকেন। এমন কাণ্ড দেখে হতভম্ব হয়ে পড়েন নিচে সড়ক দিয়ে চলাচলরত গাড়ির যাত্রীরা। একজন এ ঘটনা ভিডিও করে ছেড়ে দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর দ্রুতই ভাইরাল হয়ে পড়ে সেটি। কেউ কেউ ওই ব্যক্তিকে ‘ভিয়েতনামের স্পাইডারম্যান’ খেতাব দিলেও সমালোচনা করেছেন অনেকেই। এভাবে তিনি শুধু নিজের জীবনই নয়, ঝুঁকিতে ফেলেছেন অন্যদেরও। Ñডেইলি মেইল
×