ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে আবরার হত্যার প্রতিবাদে মানব-বন্ধন

প্রকাশিত: ০৪:৪২, ৯ অক্টোবর ২০১৯

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি’তে আবরার হত্যার প্রতিবাদে মানব-বন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জর বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের দু’পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা আবরার হত্যার প্রতিবাদ, বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত প্লাকার্ড প্রদর্শণ করে। মানব-বন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলে, দেশের সব থেকে মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হয় বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে। আর সেখানেও যদি নিজের বাক-স্বাধীনতা প্রকাশের জন্য কাউকে খুন হতে হয়, তাহলে দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের জন্য নিরাপদ নয়। তাই আমরা এ হত্যাকান্ডের বিচার দাবি করছি।
×