ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে মধ্যরাত পর্যন্ত ইলিশ কেনার ধুম

প্রকাশিত: ০৪:০৭, ৯ অক্টোবর ২০১৯

বরিশালে মধ্যরাত পর্যন্ত ইলিশ কেনার ধুম

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সারাদেশে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৯ অক্টোবর রাত ১২টা থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়, বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। এজন্য নগরীসহ জেলার প্রতিটি উপজেলার বাজারগুলোতে মঙ্গলবার দিবাগত রাত ১১টা পর্যন্ত ইলিশ কেনার ধুম পরেছিলো। একইসময় নগরীর পোর্টরোড মাছের আড়ৎসহ খুচরা বাজারগুলো ও বিভিন্ন বাসষ্ট্যান্ডে বসেছিলো ইলিশের মেলা। আর সেই সাথে ছিলো ক্রেতাদের উপচে পড়া ভিড়। সরেজমিনে বাজারগুলোতে দেখা গেছে, ইলিশের আমদামি বেশি হওয়ায় মাছে ভরপুর রয়েছে পুরো আড়ৎ ও বাজারজুড়ে। শাহজাহান নামের এক মাছ ব্যবসায়ী বলেন, আমাদের আগে ইলিশ মাছ ক্রয় করাছিলো। সেই মাছগুলো বাজারে বিক্রি করেছি। শেষ সময়ে (মঙ্গলবার রাতে) প্রতিকেজি ইলিশ মাছ বড় পাঁচশ টাকা, ৫/৭শ’ গ্রামের ইলিশ সাড়ে তিনশ’ টাকা দরে বিক্রি করা হয়েছে। ক্রেতারা বলেন, ২২দিন ইলিশ কিনতে পারবো না। তাই কম দামে পেয়ে আমরা পর্যাপ্ত ইলিশ ক্রয় করেছি।
×