ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় ৫ জেলেকে কারাদণ্ড ॥ মাছ ও কারেন্টজাল জব্দ

প্রকাশিত: ০৩:০০, ৯ অক্টোবর ২০১৯

ভোলায় ৫ জেলেকে কারাদণ্ড ॥ মাছ ও কারেন্টজাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদীতে মাছ ধরায় ৫ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার মিটার কারেন্ট জালসহ ২০ কেজি মাছ উদ্ধার করা হয়। পরে আটককৃতদেরকে আজ বুধবার সকালে ভ্রাম্যমান আদালত ৫ বছর করে কারাদণ্ড প্রদান করেছে । ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১২ টার পর মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সহ ভোলার মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় ভোলার খাল নামক এলাকা থেকে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছসহ আটক করা হয়। আটককৃতরা হলো সিরাজ মাঝি (৪৫) , জাহাঙ্গীর হাওলাদার (৫০),দুলাল হাওলাদার (৩০), মোঃ হান্নান মোল্লা (১৯), মোঃ আবদুর রহিম (১৯)। পরে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছ গুলো অসহায়দের মাঝে বিতরণ করা হয়। অপর দিকে বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন তাদেরকে ১ বছর কারাদন্ড প্রদান করেন।
×