ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীসহ ২ জন নিহত

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ভোলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নারীসহ ২ জন নিহত

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথক ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নারীসহ ২ জন নিহত হয়েছে। তারা হচ্ছেন গৃহবধূ তাসনুর বেগম (৪০) ও শ্রমিক মতিন (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দক্ষিন চরপাতা গ্রামের মোঃ ছদেক মুন্সি দুপুরের দিকে বোরাক নিয়ে ভাত খেতে বাড়ি আসেন। ওই সময় তিনি বোরাকটি চার্জে বসান। পরে বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাসনুর পলিথিন নিয়ে বোরাকটিকে ঢাকতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ওই সময় তার পরিবারের সদস্যদের সহযোগিতায় স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভোলা মডেল থানার ওসি মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপর দিকে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, রবিবার সকালে উপজেলার চরভুতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে প্রতিবেশি মনিরের বাগানে শ্রমিক হিসেবে নারিকেল পারতে গাছে ওঠে মতিন। এসময় নারিকেল গাছের ডগা ছিড়ে বিদ্যুতের তারে পরে। মতিন নারিকেল গাছের ডগা টানতে গেলে দুর্ভাগ্যবসত বিদ্যুতের তারে হাত লেগে ঝলসে যায়। এসময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
×