ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত জাবি শিক্ষককে সকল কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ

প্রকাশিত: ০৭:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০১৯

যৌন হয়রানির দায়ে অভিযুক্ত জাবি শিক্ষককে সকল কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ড. মো. সানওয়ার সিরাজের বিরুদ্ধে এক ছাত্রীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তাকে একাডেমিক এবং প্রশাসনিক সকল কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ সেপ্টেম¦র) বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের তদনÍ কমিটির সুপারিশের ভিত্তিতে উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে এ নির্দেশ দেন বলে এই তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। তিনি বলেন,“ যৌন নিপীড়ন বিরোধী সেল ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছে। তদন্ত চলাকালীন সময়ে সানওয়ার সিরাজকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত রাখার সুপারিশ করে তদন্ত কমিটি। সুপারিশের প্রেক্ষিতে উপাচার্য তা অনুমোদন করেন। দ্রুত সময়ের মধ্যেই বিভাগটিতে অফিস আদেশ পাঠানো হবে।” এ বিষয়ে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসরীন সুলতানা বলেন,“ আমরা এখনো এ ধরনের কোন নির্দেশনা পাইনি সুতরাং এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছিনা। তবে প্রশাসন থেকে এ ধরনের কোনো নির্দেশনা আসলে আমরা তা অবশ্যই পালন করবো।”
×