ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০১৯

ঠাকুরগাঁও সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বেতনে ২০ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে ঠাকুরগাঁও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আজ রবিবার মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে। সংগঠনের উদ্যোগে শতাধিক নেতাকর্মী ও সদস্য বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সভাপতি দবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক উত্তম কুমার দেব, নাজনিন বেগম, আজিজুর রহমান, ফরিদুল ইসলাম, আব্দুল আজিজ, সুলাতানা বেগম প্রমুখ। বক্তাগন সরকারি চাকুরিতে আউট সোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ বন্ধ, পূর্বের ন্যায় এককালীন শতভাগ পেনশন প্রথা চালু, চাকুরীতে প্রবেশের বয়স ৩৫ বছর, চাকুরিজীবীদের অবসরের সময় পিআরএল’র বয়স ৬৫ বছর নির্ধারণ, টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তনসহ সমকাজে সমমর্যাদা বেতন ভাতা প্রদানের দাবি জানান। পরে তাঁরা জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান প্রদান করেন।
×