ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা

প্রকাশিত: ০৪:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিরিঝিরি বৃস্টির মধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা তথ্য কর্মকর্তা মো. মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. ইমাম হাসিম, সনাক সভাপতি এস.এম. সফিকুল আলম,টিআইবির এরিয়া ম্যানেজার মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বলেন, তথ্য প্রাপ্তিতে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সরকারী ও বেসরকারী সকল সংগঠনকে এগিয়ে আসতে হবে। জেলা প্রশসন আয়োজিত কর্মসূচিতে টিআইবি, ডেনিশ বাংলাদেশ লেপ্রসি মিশন, ব্র্যাক, ব্রিটিশ কাউন্সিল, পল্লীশ্রী, আইপাস বাংলাদেশসহ বিভিন্ন বেসকারী সংস্থা অংশগ্রহন করে।
×