ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪১, ২৬ সেপ্টেম্বর ২০১৯

 গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরুজ্জামান হাওলাদার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী স্কুল বাজারে। গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতির গলাচিপা জোনাল অফিস সূত্র জানায়, নলুয়াবাগী স্কুল বাজারের একটি দোকান ঘর অন্যত্র স্থানান্তরের কাজ চলছিল। আকস্মিক ভাবে স্থানান্তরিত দোকানের চালে বিদ্যুতের বিতরণ লাইনের সঙ্গে লেগে যায়। তাৎক্ষণিক দোকান ঘরটি বিদ্যুতায়িত হয়ে ৯ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দায়িত্বরত চিকিৎসক নুরুজ্জামান হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত মফিজুর রহমান (৪২) ও ছালাম হাওলাদারকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
×