ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিয়মের বাইরে নথি উপস্থাপন করলে শাস্তি ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১০:২৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

 নিয়মের বাইরে নথি উপস্থাপন করলে শাস্তি ॥ পূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ নিয়মের বাইরে কোন নথি উপস্থাপন করে দেশের স্বার্থ নষ্ট করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। একইসঙ্গে যে কোন অজুহাতে আটকে রাখা যাবে না বলেও সকল কর্মকর্তা কর্মচারীকে সতর্ক করেছেন তিনি। রবিবার বিকেলে সচিবালয়ের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) অন্তর্ভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের আগস্ট ২০১৯ মাসের অগ্রগতি সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রণালয় এবং আওতাধীন দফতর-সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব ড. মোঃ আফজাল হোসেন ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, মন্ত্রণালয়ের আওতাধীন দফতর-সংস্থা প্রধানগণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণ এবং পরিকল্পনা কমিশন ও আইএমইডির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে অন্তর্ভুক্ত উন্নয়ন প্রকল্পসমূহের আগস্ট ২০১৯ মাসের অগ্রগতি তুলে ধরা হয়। গণপূর্ত মন্ত্রী বলেন, মন্ত্রণালয় এবং এর আওতাধীন দফতর-সংস্থার কোন কর্মকান্ডে নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। নিয়মের বাইরে কোন নথি উপস্থাপন করা যাবে না। ব্যত্যয় হলে যে কর্মকর্তার মাধ্যমে নথি এসেছে, তিনি এর জন্য দায়ী হবেন। এ ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। প্রত্যেকটি নথি যত্ন নিয়ে দেখতে হবে। আইন ও নিয়মের ব্যত্যয় ঘটিয়ে সরকারের স্বার্থ বিনষ্ট করা হলে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, কোন অজুহাতে কোন কাজ আটকে রাখা যাবে না। নিয়ম ও বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। গতানুগতিকতা থেকে বেরিয়ে আসতে হবে। মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধারে যা যা করা লাগে, সবকিছু করতে হবে। সকল কর্মকা-ের ভেতরে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিয়মানুবর্তিতাকে শতভাগ অনুসরণ করতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে ও পদক্ষেপ সকলে প্রশংসা করছেন। তাই নিজেদের কোন ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করুন। আমি নিজের কাজের ভুল-ত্রুটি উপলব্ধি করার চেষ্টা করি। অপনাদেরও সে বিষয়টি কঠিনভাবে ধারণ করতে হবে। দফতর-সংস্থা প্রধানদের উদ্দেশে তিনি আরও বলেন, নিজেদের দফতরকে দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনা করতে হবে। সকলকে আস্থায় আনতে হবে। দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিয়ে কাজ করতে হবে। কোনভাবে নিজ প্রতিষ্ঠান, দফতর-সংস্থা ও মন্ত্রণালয়কে হেয় প্রতিপন্ন করা যাবে না। পরবর্তী এডিপি সভার পূর্বে দফতর-সংস্থার বিভিন্ন ব্যবস্থাগ্রহণমূলক কার্যক্রম লিখিতভাবে মন্ত্রণালয়কে অবহিত করার জন্য মন্ত্রী দফতর-সংস্থা প্রধানদের নির্দেশ দেন।
×