ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মোবাইল আসক্তদের জন্য

প্রকাশিত: ১০:২১, ২১ সেপ্টেম্বর ২০১৯

 মোবাইল আসক্তদের জন্য

ব্রিটেনের ম্যানচেস্টার শহরের কিছু রাস্তায় মোবাইলে আসক্তদের কথা ভেবেই তৈরি হয়েছে বিশেষ স্লো লেন সড়ক। চিহ্নিত অংশ সংরক্ষিত করা হয়েছে মূলত মোবাইলে আসক্ত হেঁটে চলা মানুষের জন্যই। যেখানে তারা অনায়াসে আপন মনে হেঁটে যেতে পারবেন স্বচ্ছন্দে। স্পিনিংফিল্ডস অঞ্চলে তৈরি হয়েছে এমনই ৭৫ ফুট দৈর্ঘ্যরে রাস্তা। যা সাধারণ ফুটপাথের পাশাপাশি চলেছে। মসৃণ ও ভিড়মুক্ত এই পথ ধরে নিশ্চিন্তে ফোনের স্ক্রিনে চোখ রেখে চলাফেরা করতে পারবেন মোবাইল প্রেমীরা। চলতি পথে মোবাইলে আসক্ত থাকায় বিপাকে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। মোবাইল বিলাসীরা যাতে রাস্তায় অযাচিত বিপদে না পড়েন সেই কথা ভেবেই এই ব্যবস্থা হয়েছে। মোবাইল ফোনে শুধু আড্ডা নয়, দুনিয়াজোড়া বিবিধ তথ্য খোঁজার নেশা পেয়ে বসেছে প্রায় সবাইকে। স্মার্টফোনে সেলফি তুলতে গিয়ে বা নেট ঘাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন বহু মানুষ। সমীক্ষায় দেখা গেছে, শুধুমাত্র ব্রিটেনেরই ৭৫% লোক মোবাইলে আসক্ত। মোবাইল স্ক্রিনে চোখ রেখে রাস্তায় হাঁটতে গিয়ে তাই কেউ ল্যাম্পপোস্টে ধাক্কা খাচ্ছেন বা অন্য কারও ওপর গিয়ে পড়ছেন, আবার কিছু মোবাইল ব্যবহারকারী পা পিছলে পড়ে আহত হন। -ডেইলি মেইল
×