ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

প্রকাশিত: ০৭:৩৫, ২০ সেপ্টেম্বর ২০১৯

  বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থার হস্তক্ষেপে বাল্যবিয়ের কবল থেকে মুক্ত হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী(১৪)। বৃহস্পতিবার গভীর রাতে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চিকনটুপ গ্রামে অতি গোপনে এ বিয়ের আয়োজন চলছিল। জানা গেছে, চিকনটুপ গ্রামের ওই স্কুলছাত্রীর সঙ্গে কলমাকান্দা সদর ইউনিয়নের চান্দুয়াইল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে গার্মেন্টসকর্মী মাসুদ মিয়ার (২৩) বিয়ের আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির ‘শিশুবিবাহ রোধ’ প্রকল্পের কর্মকর্তারা বিষয়টি স্থানীয় ইউএনও জাকির হোসেনকে অবগত করেন। পরে বৃহস্পতিবার রাতে ইউএনও জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি তালুকদার পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। তারা উভয়ের পরিবারকে বিয়ে বন্ধের পরামর্শ দেন। কিন্তু তাতে সম্মত না হওয়ায় ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের অভিভাবককে ৩০ হাজার, বরের দাদা কাসেম আলীকে ৫০ হাজার এবং কাজীর প্রতিনিধি মৌলভী খায়রুল কবিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে অর্থদণ্ড পরিশোধ করে প্রত্যেকে ছাড়া পান। মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে একটি মোচলেকাও আদায় করেন ইউএনও।
×