ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় ৬৬০টি মন্ডপে দূর্গা পূজা

প্রকাশিত: ০১:৩৯, ২০ সেপ্টেম্বর ২০১৯

মাগুরায় ৬৬০টি মন্ডপে দূর্গা পূজা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ এবছর মাগুরা জেলায় ৬৬০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে । প্রতিমা নির্মান শিল্পীদের এক মুহুর্ত বসার সময় নেই। চলছে মাটির এর কাজ । জানা গেছে, জেলা শহরের থানা পাড়া , জামরুল তলা , তাতী পাড়া, দড়ি মাগুরা বটতলা , নিজন্দুয়ালী কালী বটতলা , কর্মকার পাড়া, চরপাড়া, বৈদ্যবাড়ী, শিবরামপুর, পারনান্দুয়ালী মিস্থী পাড়া, সাতদোহা আশ্রম প্রভৃতি স্থানে দূর্গা পূজা অনুষ্টিত হচেছ। মাটির কাজ শেষ এর পথে। কয়েকদিনের মধ্যে রং এর কাজ শুরু হবে। প্রশাসনের পক্ষথেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস জানান, এবছর ৬৬০টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্টিত হচ্ছে । প্রতিমা নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে । আশাকরি শানিতপূর্ণভাবে দূর্গা পূজা অনুষ্টিত হবে।
×