ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোটরসাইকেল চোর আটক

প্রকাশিত: ০৪:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

মোটরসাইকেল চোর আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ দিনদুপুরে মোটরসাইকেল চুরি করার সময় এক চোরকে হাতেনাতে আটক করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানিক মিয়া। আজ রবিবার সকালে জেলা শহরের জয়ের বাজার (ঘুষের বাজার) এলাকায় তিনি রফিক শাহ্ (৩৫) নামের ওই চোরকে আটক করেন। আটক রফিক শাহ্ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। সে একটি মোটরসাইকেল চোর চক্রের প্রধান। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা গেছে, জেলা শহরের কুরপাড় এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মানিক মিয়া রবিবার সকালে জয়ের বাজারে বাজার করতে যান। বাজারের পাশে ডিসকভার ব্র্যান্ডের মোটরসাইকেলটি রেখে সওদাপাতি কিনতে যান তিনি। হঠাৎ দূর থেকে দেখতে পানÑ এক যুবক তার মোটরসাইকেলের লক্ (তালা) খোলার চেষ্টা করছে। তখন দৌড়ে এসে তিনি ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাকে রাস্তায় কর্তব্যরত পুলিশে সোপর্দ করেন। পুলিশ তার দেহ তল্লাশি করে দু’টি মাস্টার কি (চাবি) উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া জানান, এ ব্যাপারে মানিক মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, সাম্প্রতিককালে জেলা শহরে মোটরসাইকেল চোরের উপদ্রব বেড়েছে। এরইমধ্যে বেশ কয়েকটি দামী মোটরসাইকেল চুরি হয়েছে।
×