ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা আদালতের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা আদালতের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এ বিষয়ে ইসির কিছুই করার নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানটির সচিব হেলালুদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের জানান, দেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টারি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারে সঙ্গে বৈঠকে খালেদা জিয়ার অংশ নেয়ার বিষয়ে জানতে চেয়েছে। ইসির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে তার (খালেদা জিয়া) নির্বাচনের অংশ নেয়ার বিষয়ে কমিশনের কিছুই করার নেই। তিনি বলেন, বৈঠকের সময় প্রতিনিধি দল দেশে নির্বাচন প্রক্রিয়া আগামী সংসদ নির্বাচন এবং দেশের রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছে। আমরা জানিয়েছি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন মূলত সংসদ সদস্যরা। এবার নির্বাচনে যেহেতু একজন প্রার্থী ছিলেন তাই তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকে করেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। জিম ল্যামবার্ডের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত ছিলেন। বেলা ৩টা ১০ মিনিটে এ বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের অবহিত করে ইসি সচিব মোঃ হেলালুদ্দিন আহমেদ। তিনি জানান, অন্যান্য বিষয়ের পাশাপাশি আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠকে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে প্রতিনিধি দলের একজন জানতেও চেয়েছিলেন। সিইসি তাদেরকে বলেছেন, এটি আদালতের বিষয়। আদালত যদি তার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দেন তাহলে ইসির কিছু করার নেই। আর যদি সিদ্ধান্ত না দেয় তাহলেও ইসির কোন ভূমিকা থাকবে না। হেলালুদ্দিন বলেন, প্রতিনিধি দল মূলত আমাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। নির্বাচনী খরচের সার্বিক তথ্যও জানতে চেয়েছে। আমরা বলেছি, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী তা সরকার বহন করে থাকে উল্লেখ করেন।
×