ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ২২:৫৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। বুধবার লেনদেন শেষে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৬২১ কোটি টাকা। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে প্রধান বাজারের লেনদেন শুরু হয়। সারাদিনের উত্থান শেষে ডিএসইর সার্বিক সূচকটি আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫০ পয়েন্টে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬২১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার টাকা। এদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৮৯ পয়েন্টে। দিনভর লেনদেনে অংশ নেওয়া ২৪১টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার টাকা
×