ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:০১, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

নেত্রকোনায় বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত

নিজম্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ বসন্ত বন্দনা, আনন্দ শোভাযাত্রা, কবিতা পাঠ, আলোচনা, সঙ্গীত, নৃত্যসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার নেত্রকোনা শহরের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে ২২তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। নেত্রকোনা সাহিত্য সমাজ বরাবরের মতো ফাল্গুনের প্রথম দিনে এ উৎসবের আয়োজন করে। সকাল ৯টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর টানা বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হয় বসন্ত বন্দনা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত। বিকাল ৫টায় অনুষ্ঠিত হয় ‘সাংবাদিকতা ও সাহিত্য’ শীর্ষক আলোচনা সভা। বেগম রোকেয়ার সভাপতিত্বে এবং আরাফাত সিদ্দিকী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন লেখক স্বকৃত নোমান, কবি আহমেদ স্বপন মাহমুদ, কবি কাজল কোরাইশী, সাংবাদিক নজরুল কবীর, অপূর্ব শর্মা, কবি ফারুক ওয়াসিফ ও কবি ও সাংবাদিক গণি আদম। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কারে ভূষিত হন বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম ও কবি খালেদ মতিন (মরণোত্তর)। নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কবি কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, কবি নূরুল হক, কথা সাহিত্যিক আতাউল করিম, মশিউল আলম প্রমুখ।
×