ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্পিড সেন্সরে বরফ জমায় বিধ্বস্ত হয় রুশ বিমানটি!

প্রকাশিত: ১৯:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

স্পিড সেন্সরে বরফ জমায় বিধ্বস্ত হয় রুশ বিমানটি!

অনলাইন ডেস্ক ॥ স্পিড সেন্সরে বরফ জমার কারণে রাশিয়ার সারাটভ এয়ারলাইনসের বিমানটি বিধ্বস্ত হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তারা বলছেন, বরফ জমার কারণে পাইলট গতির সংকেত পাননি। গত রবিবার ওই রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ায় ৭১ আরোহীর সবাই নিহত হয়। শরীর এবং বিমানের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে ধ্বংসাবশেষের ১৪শ’ টুকরো উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে রুশ মিডিয়া জানিয়েছে, ওড়ার আগে স্পিড সেন্সর বরফহীন করার কথা বললেও পাইলট তা প্রত্যাখান করেছিলেন বলে জানা গেছে। এদিকে ফ্লাইট রেকর্ডারে দেখা গেছে, বিমানটি ওড়ার দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই সমস্যার কবলে পড়ে। সূত্র: বিবিসি
×