ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রকাশিত: ০৫:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় এক স্কুল পড়ুয়া শিক্ষার্থীসহ দু’জন নিহত হয়েছে। এক সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল অটোরিক্সার ধাক্কায় মোঃ আল আমিন (১০) নামে এক স্কুল পড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। নিহতের বাবা আব্দুর রশিদ জানান, যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল বটগাছিয়া বাজার রফিক ভুইয়া কলেজের পাশে তাদের বাসা। তিনি জানান, সোমবার বেলা ১১টার দিকে বাসার অদূরে অটোরিক্সার ধাক্কায় আলামিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা অবনতি হলে মঙ্গলবার রাত ১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের অনুমতিতে বিনা ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান। এদিকে রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রবিউল্লাহ জানান, মঙ্গলবার ভোরেরদিকে খিলক্ষেত দক্ষিণ পাশের রেললাইন পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে দুপুরের দিকে তার লাশ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত বন্দীর মৃত্যু ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরানীগঞ্জের কারাবন্দী আশরাফুল ইসলাম বাপ্পী (৩৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক বন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবার নাম ওয়াজেদ আলী। গ্রামের বাড়ি সাভার থানার আমিনবাজারের পাঁচগাছিয়া গ্রামে। কারারক্ষী মোঃ হানিফ জানান, বাপ্পী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তিনি জানান, রবিবার বাপ্পী অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×