ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তার সুবিধার জন্যই নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে

খালেদা জিয়াকে আর কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

খালেদা জিয়াকে আর কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আর কোন মামলায় গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওইদিন থেকেই কারাবন্দী তিনি। সোমবার কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন সাংবাদিকদের জানান, খালেদা জিয়াকে কুমিল্লা এবং ঢাকার তেজগাঁও ও শাহবাগ থানার তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বেগম জিয়াকে আরও তিনটি মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। সেই মামলায়ই তিনি কারাবন্দী আছেন। এ ছাড়া অন্য কোন মামলায় তাকে শ্যোন এ্যারেস্ট কিংবা এ ধরনের কিছু আমলে আনা হয়নি। তিনি বলেন, তার নামে আরও দুটি মামলায় পিডব্লিউ (প্রোডাকশন ওয়ারেন্ট) রয়েছে। সেগুলোতে তিনি যথাসময়ে কোর্টে যাবেন, এ বিষয়ে আমাদের কিছু করার নেই। দুটি মামলায় তিনি জামিনেও আছেন। শাহবাগ থানায় বড় পুকুরিয়া কয়লা খনি (৫৩ নম্বর) মামলা রয়েছে। ১৮ ফেব্রুয়ারি তিনি সেই মামলায় হাজিরা দিতে যাবেন। গ্যাটকো দুর্নীতি মামলাও রয়েছে। এ ছাড়া তার নামে যে সব ওয়ারেন্ট রয়েছে সেগুলোর জন্য তাকে আটক দেখানো হয়নি। এ বিষয়ে একটা ভুল ইনফরমেশন ছড়িয়েছে। শুধু দ-প্রাপ্ত মামলায়ই তিনি কারাবরণ করছেন। খালেদা জিয়ার কারাবাস যাতে দীর্ঘ হয় সরকার সেই চেষ্টা করছে কী না এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, সরকার কোন বিষয়েই কোন রকম উৎসাহ দেখাচ্ছে না। আইনী প্রক্রিয়া যেভাবে চলে সেভাবেই চলছে। কোর্ট থেকে যে সব সিদ্ধান্ত আসছে, আমরা সেগুলোই বাস্তবায়ন করছি। এখানে কোন রাজনৈতিক প্রভাব বা অভিলাষ নেই। বিএনপির কর্মসূচীতে পুলিশ সেভাবে বাধা দিচ্ছে না, সরকার নীতিতে কোন পরিবর্তন এনেছে নাকি বিএনপি চাইলে যে কোন কর্মসূচী পালন করতে পারবে- এ বিষয়ে জানতে চাইলে মৃদু হেসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার কোন কর্মকা-ে বাধা দিচ্ছে না। তারা (বিএনপি) যে পর্যন্ত না যানবাহন কিংবা মানুষের চলাফেরায় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বা কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করছে সেই পর্যন্ত সরকারের তরফ থেকে পুলিশ বলুন, আনসার বলুন কেউ এ্যাকশনে যাচ্ছে না। খালেদা জিয়াকে অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকা নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে। অন্য কোন কারাগারে কেন রাখা হলো না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তার সুবিধার জন্যই রাখা হয়েছে। কাশিমপুর দীর্ঘ পথ। অনেক কয়েদি, এতে তার (খালেদা জিয়া) অসুবিধা হতো। কেরানীগঞ্জে ফিমেল ওয়ার্ড নেই। তার সামাজিক ভ্যালু রয়েছে, তিনি একাধিকবারের প্রধানমন্ত্রী ছিলেন। সবকিছু চিন্তা-ভাবনা করেই তাকে ঢাকায় রাখা হয়েছে। এই জেলখানাটা আমরা পরিত্যক্ত ঘোষণা করিনি। এখানে সব ফ্যাসিলিটি আমরা তাকে দিচ্ছি। তাই কারাগার নিয়ে কোন বিভ্রান্তির সুযোগ নেই। ডিভিশনে যে সব সুবিধা পাওয়ার কথা সব সুবিধাই তিনি পাচ্ছেন।
×