ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত: ০২:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পরিকল্পনামন্ত্রীর সঙ্গে কানাডার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার শেরেবাংলা নগরে মন্ত্রীর নিজ দপ্তরে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় তারা বাংলাদেশ ও কানাডার পারস্পরিক স্বার্থ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কানাডা সরকার বাংলাদেশে পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে আগ্রহী। পরিকল্পনামন্ত্রীকে এ আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বেনোয়া প্রেফন্ডে বলেন, আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ প্রশসংনীয় অগ্রগতি অর্জন করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নে কানাডা সহযোগিতা করতে চায়। সাক্ষাতে রোহিঙ্গা সংকটের বিষয়টিও উঠে আসে। নিজ দেশে নিপীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে চলে আসা মিয়ানমারের রোহিঙ্গাদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কানাডার রাষ্ট্রদূত। উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের কথা। সফরে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পনামন্ত্রী বলেন, কানাডা বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক দেশে পরিণত হয়েছে। বাংলাদেশে কানাডার বিনিয়োগের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতি রয়েছে। এটি কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কানাডার ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এজন্য তিনি বিভিন্ন ক্ষেত্রে কানাডার সরকারী-বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান।
×