ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিরামপুরে মোবাইলফোনসহ ৩ পরীক্ষার্থী আটক

প্রকাশিত: ০২:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

বিরামপুরে মোবাইলফোনসহ ৩ পরীক্ষার্থী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বিরামপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জের ধরে ৩ পরীক্ষার্থী আটক হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় দিনাজপুরের বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান গেটের সামনে থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী মনিরুজ্জামানের ছেলে নাজমুল সাকিব (১৭), তার ব্যবহৃত মোবাইলের নেটের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র সার্চ করে দেখার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে হাতে নাতে আটক করে। এসময় ওই পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করলে সে আরও ২জনের নাম বললে তাদেরও আটক করা হয়। তারা হলেন শৌলাহার গ্রামের আমিনুল ইসলামের ছেলে শামীম আহমেদ সবুজ (১৬) এবং মুকুন্দপুর ইউনিয়নের উড়–ম্বা গ্রামের প্রেমদাস চন্দ্রের ছেলে বিজয় চন্দ্র (১৬)। কেন্দ্র সচিব রইচ উদ্দিন পাটোয়ারী বলেন, ২শ’ গজের মধ্যে মঙ্গলবারের (পদার্থ বিজ্ঞান, ইতিহাস, ফিন্যান্স ব্যাংকিং) ৩টি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল ফোনে নেটের মাধ্যমে সার্চ দেখার অপরাধে তাদের গ্রেফতার করা হয়। থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান জানান মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে পরীক্ষার্থীর কাছ থেকে একটি টার্চ মোবাইল ফোন জব্দ করে থানায় জমা দেন।
×