ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে উভয় বাজারের লেনদেন। এদিন উভয় বাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগর প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে উভয় বাজারে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬০৮৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪০৬ ও ২২৪৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৮৪১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১, সিএসসিএক্স ২৪ এবং সিএসআই ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪২৬, ১১৩৬৯ ও ১২৫৬ পয়েন্টে। তবে অপর সূচক সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৭০৫৭ পয়েন্টে। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৭টির দর বেড়েছে, দর কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর এবং সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, দর কমেছে ৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির। এদিন ডিএসইতে ৫০৩ কোটি ৬৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৭ কোটি টাকা বেশি এবং সিএসইতে ৩৫ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
×