ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নচিকেতা ফিরছেন সারপ্রাইজ প্যাকেজ নিয়ে

প্রকাশিত: ১৯:৫৪, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

নচিকেতা  ফিরছেন সারপ্রাইজ প্যাকেজ নিয়ে

অনলাইন ডেস্ক ॥ ‘জীবনমুখী গান’। এই টার্মটার সঙ্গে বাঙালি যাঁদের রিলেট করতে পারেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন নচিকেতা চক্রবর্তী। বহু জনপ্রিয় গানের জনক তিনি। ঝুলি উপচে পড়ে শ্রোতাদের ভালবাসায়। সেই নচিকেতার ‘রিইউনিয়ন’। অর্থাত্? নচিকেতা ফিরছেন। ফিরছেন সারপ্রাইজ প্যাকেজ নিয়ে। পরিচালক মুরারি রক্ষিতের আগামী ছবি ‘রিইউনিয়ন’-এ গায়ক নচিকেতাকে নাকি নতুন রূপে দেখবেন দর্শক। খোদ গায়ক অবশ্য গোটা বিষয়টি নিয়ে রহস্য বজায় রাখলেন। ‘রিইউনিয়ন’-এ কী গান গাইছেন আপনি? এ প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নচিকেতা বললেন, ‘‘কী গাইছি, সেটা তো বলব না। সেটাই মজা। ছবির ভাইটাল সিচুয়েশনে গানটা আছে। ৯৪-৯৫ সালে নচিকেতার ওই লুক, গ্রিনরুম, অডিয়েন্স, অ্যাপিয়ারেন্স— এ সবই থাকবে গানে। সে সময় সিপিএমের রাজত্ব আর নচিকেতার সরকার বিরোধী গান, ছাত্রদের উন্মাদনা সব মিলিয়ে সারপ্রাইজ। এপ্রিলে শুটিং। তখন আবার দাড়ি রাখতে হবে আমায়… হা হা…।’’ সূত্রের খবর, নব্বইয়ের দশকের একদল কলেজ পড়ুয়ার রিইউনিয়নের গল্পকে ফ্রেমবন্দি করবেন পরিচালক। সে সময় কলেজ পড়ুয়াদের কাছে নচিকেতার আবেদন ছিল অপরিসীম। সে কথা মাথায় রেখেই নচিকেতাকে অন্য ভাবে ব্যবহার করতে চলেছেন পরিচালক। এ ছবির গানঘরের দায়িত্ব সঙ্গীত পরিচালক জয় সরকারের। তিনি বললেন, ‘‘নচিকেতা নিজেরই একটা পুরনো গান খুব ইন্টারেস্টিং ভাবে নিয়ে আসছেন। এটা নিয়ে এখনই এর থেকে বেশি কিছু বলব না। এ ছাড়া একটা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন বাংলাদেশের শিল্পী অনিমা রায়। আরও চারটে গানের কাজ চলছে।’’ পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়ঙ্কা সরকার, রাহুল বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সৌরভ দাস প্রমুখ শিল্পীর অভিনয় সমৃদ্ধ করবে এই ছবিকে। সব কিছু ঠিক থাকলে আগামী মার্চে শুরু হবে এই ছবির শুটিং। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×