ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:৫৪, ১৪ জানুয়ারি ২০১৮

সংসদ নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। নির্বাচনে না এলে বিএনপি নামে পার্টি হারিয়ে যাবে। শনিবার বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার রংমেহের স্কুল মাঠে ৪৭তম বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, সংগ্রাম করে এই দেশ স্বাধীন করেছি, দেশটাকে ২১ বছর মোস্তাক, জিয়া, এরশাদ, খালেদা পরিচালনা করেছিল। দেশটাকে অন্ধকার করে রেখেছিল। বাংলাদেশ আবার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে আবার সন্ত্রাস ও জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে। ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কেউ বাধা দিলে, তার হাত ভেঙ্গে দেয়া হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। পরে তিনি দরিদ্রদের মাঝে লেপ বিতরণ করেন।
×