ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভয়াবহ ডাকাতির শিকার গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ইডি তোফায়েল আহমদ

প্রকাশিত: ০৫:৫২, ১৪ জানুয়ারি ২০১৮

ভয়াবহ ডাকাতির শিকার গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ইডি তোফায়েল আহমদ

স্টাফ রিপোর্টার ॥ রাতের অন্ধকারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ওঠে দুর্বৃত্তদের অভয়ারণ্য। যাত্রীরা একের পর এক ছিনতাই ও ডাকাতির শিকার হলেও কোন প্রতিকার নেই। হাইওয়ে পুলিশের তৎপরতা না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় প্রতিরাতেই ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ শুক্রবার গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে মহাসড়কে ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের নির্বাহী পরিচালক (হিসাব ও ব্যবস্থাপনা) তোফায়েল আহমদ। শুক্রবার রাত আড়াইটার সময় দাউদকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে মাইক্রোবাস থামিয়ে তার ও অপর দুই যাত্রীর কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ সাড়ে ৩৮ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনিয়ে নেয়। জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে মাইক্রোবাসটি বসুন্ধরা টিস্যু পেপারস মিলসের কাছে জ্যামে আটকা পড়ায় ১০ জন ডাকাত হঠাৎ একযোগে হামলা চালায়। এ সময় ডাকাতরা গাড়ির দরজা খুলতে না পেরে গ্লাস ভেঙ্গে ভেতরের তিন যাত্রীর সর্বস্ব লুটে নেয়। অস্ত্রের মুখে তারা তাৎক্ষণিক চিৎকারও করতে পারেননি। এ বিষয়ে হাইওয়ে পুলিশের ডিআইজি কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে।
×