ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুগল ক্যাম্পাস থেকে হারিয়ে যায় কর্মীদের সাইকেল

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জানুয়ারি ২০১৮

গুগল ক্যাম্পাস থেকে হারিয়ে যায় কর্মীদের সাইকেল

আইটি ডটকম ডেস্ক ॥ আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, গুগল কর্মীদের জন্য হলুদ রঙের ফ্রেম, লাল ঝুড়ি আর সবুজ ও নীল চাকার প্রায় ১১০০ সাইকেল রাখে। কর্মীরা যাতে ক্যাম্পাসের এক স্থান থেকে অন্যস্থানে সহজে যেতে পারেন সেজন্য জিবাইকস নামের এই সাইকেলগুলো রাখা হয়। প্রতিষ্ঠানটির হিসাবমতে, প্রতি সপ্তাহেই ক্যাম্পাস থেকে এক শ’ থেকে আড়াই শ’ সাইকেল হারানো যায়। সাধারণত এই সাইকেলগুলোর দাম এক শ’ থেকে তিন শ’ ডলার। এই সাইকেলগুলো স্থানীয় স্কুল, প্রতিবেশীদের উঠান আর খেলাধুলার সরঞ্জাম বিক্রি করে এমন দোকানগুলোয় দেখা যায়। ৫ জানুয়ারি ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ‘সাইকেলগুলোর হারিয়ে যাওয়ার এই ঘটনা সাধারণ চোরদের কাজ নয়।’ এক দশক আগে গুগল সিলিকন ভ্যালিতে প্রথম কর্পোরেট বাইক কার্যক্রম শুরু করে। এরপর যুক্তরাষ্ট্রেই এ্যাপল, ফেসবুক, ওয়ালমার্টসহ অন্তত ১৬টি প্রতিষ্ঠান এটি অনুসরণ করে। প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের ১১০০ সাইকেলের প্রায় এক-তৃতীয়াংশ আবারও কিনেছে। জিপিএস ট্র্যাকার থাকা এই সাইকেলগুলো প্রতিদিন গড়ে ১২টি ট্রিপ দেয় বা ছয় মাইল চলে। এখন পর্যন্ত ঠিক কতগুলো সাইকেল হারানো গিয়েছে তা নিয়ে নিশ্চিত নয় গুগল। চলতি বছর জুলাই থেকে নবেম্বরে গুগল প্রতি সপ্তাহে ৭০ থেকে ১৯০টি হারানো সাইকেল উদ্ধার করেছে, যা ক্যাম্পাস থেকে হারানো সাইকেলের প্রায় দুই-তৃতীয়াংশ। কর্মীরা তাদের স্মার্টফোনের মাধ্যমে আনলক করতে পারবেন- এমন সাইকেল নিয়েও পরীক্ষা চালানো শুরু করেছে গুগল। গুগল ব্যবস্থাপকদের তথ্যমতে, সাইকেলচালক গুগল কর্মী কিনা তা বলা যায় না। আর এ কারণে চুরি ঠেকানো কঠিন হয়ে পড়ছে।
×