ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ

প্রকাশিত: ০১:৩১, ১২ জানুয়ারি ২০১৮

দিনাজপুরে অব্যাহত রয়েছে শৈত্য প্রবাহ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে অব্যাহত শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতার পরিমাণ ৯৭ ভাগ। স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জুল ইসলাম জানান, দিনাজপুরে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। বাতাসের আর্দ্রতার কারণ কনকনে বাতাসে শৈত্য প্রবাহ বইছে। সেই সাথে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করছে। কনকনে শীতের কামড়ে দিনাজপুরের জনজীবন ব্যাহত হচ্ছে। টানা শৈত্য প্রবাহের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন দিন মজুর ও খেটে খাওয়া মানুষজন।
×