ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নেই’॥ অর্থ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০১:২৬, ১৪ ডিসেম্বর ২০১৭

‘উন্নয়ন ও শান্তির জন্য আওয়ামীলীগের কোন বিকল্প নেই’॥ অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥‘দেশের উন্নয়ন, শান্তি-শৃংখলা বজায় রাখতে হলে আওয়ামীলীগের কোন বিকল্প নেই।’ অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বৃহস্পতিবার বাগেরহাটের চিতলমারীতে অনুষ্ঠিত একটি বীমা কোম্পানীর দাবী পরিশোধ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এ অনুষ্ঠানে এক হাজার টমেটো চাষীর বীমা দাবী পরিশোধ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মাঠে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পনী লিমিটেডের আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন ডেল্টার এমডি ও সিইও ফারজানা চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট ও রেগুলেটরি অথরিটি আংলাদেশ (আইডিআরএ)-এর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসেসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবীর হোসেন, গ্রীন ডেল্টার প্রতিষ্ঠাতা এমডি নাসির এ চৌধুরী, আইডিআরএ’র সদস্য গোকুল চন্দ্র দাস, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ রায়, চিতলমারী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান শামীম প্রমূখ। শেষে স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকদের উপস্থিতিতে এনজিও রেনেসাঁ এন্টারপ্রাইজকে ৩ লাখ ৭৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
×