ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে বিজয় শোভাযাত্রা ॥ সর্বত্র বিজয়ের আনন্দ

প্রকাশিত: ২১:২২, ১১ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জে বিজয় শোভাযাত্রা ॥ সর্বত্র বিজয়ের আনন্দ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ হানাদারমুক্ত দিবসে সোমবার শহরে বিজয় শোভাযাত্রা বের হয়। এতে বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের প্রধান সড়কে আলোচনাসভা হয়। এতে প্রধান অতিথির ভাষন দেন যুদ্ধকালীন ঢাকা বিভাগীয় বিএলএফ কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. মহিউদ্দিন। মূখ্য আলোচকের ভাষণ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি ও বিশেষ অতিথির ভাষণ দেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত জেলা কামান্ডার সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, সরকাররি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মীর মাহফুজুল হক, মুন্সীগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সাবেক জেলা কমান্ডার আনিস-উজ-জামান। আলোচনায় অংশ নেন মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহীদুজ্জামান, যুদ্ধকালীন কমান্ডার মোহাম্মদ হোসেন বাবুল, যুদ্ধকালীন কমান্ডার অবসপ্রাপ্ত পুলিশ সুপার কাজী আনোয়ার হোসেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার আলী আহম্মেদ বাচ্চু, মুন্সীগঞ্জ সদরের ভারপ্রাপ্ত ইউএনও মুন্তাসির জাহান, পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, রফিকুল ইসলাম বীর প্রতীক, মুন্সীগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার এম এ কাদের মোল্লা, শ্রীনগর উপজেলার সাবেক কমান্ডার গাজী সামছুদ্দিন, লৌহজং উপজেলার সাবেক কমান্ডার মাহবুবউল আলম, টঙ্গীবাড়ি উপজেলার সাবেক কমান্ডার সামসুল হক,গজারিয়া উপজেলার সাবেক কমান্ডার নজরুল ইসলাম, সিরাজদিখান উপজেলার সাবেক কমান্ডার আব্দুল মতিন হালদার, দৈনিক সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জালালউদ্দিন রুমী রাজন। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক কমান্ডার মো. জামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু ও সদর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার শহীদ হোসেন। এর আগে মুক্তিযোদ্ধা কমপেক্স ভবন সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সভ্যতার জনপদ মুন্সীগঞ্জে বিজয়ের আনন্দের বিশেষ পরিবেশ বিরাজ করে।
×